মাঝে মাঝে কান্না তোমার চোখে পান্না হয়ে উঠুক আমি চাই
তাই বলে তোমার ও চাঁদ মুখ সারাক্ষণ মেঘে ছেয়ে থাক্ আমি চাই না।।-
বৃষ্টি না এলে বলো কি করে আকাশ
পাবে মণিহার সাতনড়ি হার রংধনু কন্ঠহার
কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘের ইলশেগুঁড়ি আমি চাই
তাই বলে শাওনের অফুরান ঝরঝর মেঘের ডাক আমি চাই না।।-
ফাগুন র'তো যদি সারাটা বছর
ফাল্গুনের জন্য কাল গোনার মধু লগ্ন রতো না
ফাগুন আসুক হেসে শুধু ফাল্গুনে ফুল ফোটাতে আমি চাই
তাই বলে ফাগুনের রঙ একেবারে ধুয়ে মুছে যাক আমি চাই না।।-