লাল শাড়ি আর তুমি পড়ো না, আগুনকে আমার বড়ো ভয়।
নীল টিপ কপালে এঁকো না, বিষকে আমার বড়ো ভয়।।-
আগুন যখন লাগে ফাগুনে
কৃষ্ণচূড়ার বনে বনে
মনে হয় সবি বুঝি জ্বালিয়ে দিলো, পুড়িয়ে দিলো মনে হয়।।-
আকাশ যখন নীল শাড়ি পড়ে
মনভোমরা কেঁদে মরে
মনে হয় সবি বুঝি বিষে জড়ালো, মরণ হলো
মনে হয়।।-