লাল লাল গোলাপ ফোটে তুমি আসলেই
মুক্তো গড়িয়ে পড়ে তুমি হাসলেই।।-


আকাশটা লাগে বড়ো নীল নীল
সাগরের ঢেউয়ে ঢেউয়ে গাঙচিল
স্বপ্ন ডানা মেলে ভালোবাসলেই।।-


প্রজাপতি হয়ে উঠে মনটা যে
কানে কানে শ্যামের বাঁশী বাজে
প্রেমের জোয়ার এলে, তাতে ভাসলেই।।


রচনাকাল: ঢাকা, ১৭ নভেম্বর ২০০৯।