কৃষ্ণকায়া কৃষ্ণ বসে বাঁশরী বাজায়
কৃষ্ণলীলায় রাই রাধা যায় গো ভেসে যায়।।-
কৃষ্ণ হাসে, কৃষ্ণ গায় লীলার ছলে
রাধিকার কলসী ভাসে নদীর জলে
নাচে রাধিকা নাচে, সখীরা গান গায়।।-
সন্ধ্যার কালে নদীর ঘাটে আসর বসেছে
কৃষ্ণপ্রেমে মাতাল রাধা শুধুই হেসেছে
লীলারসে ডুবে বুঝি কৃষ্ণ মরে যায়।।-
রচনাকাল: ঢাকা, ১৫ মার্চ ২০২০