কতো কিছু হয় যে কেনা ওজন করে মেশিনে
ভালোবাসায় পরখ করে আমার এ মন কে কিনে।।-


লাখো তারার ঝিলিমিলি, পূর্ণিমা চাঁদ আকাশে
আমার এ মন ঘুড়ি হয়ে স্বপ্নে উড়ে বাতাসে
নাটাই ধরে টানলে কেহ আসবে ফিরে জমিনে।।-


চাই না হীরা, চাই না মানিক, নাকের নোলক, কানপাশা
প্রেম পীরিতি চাই যে কেবল, শুধু একটু ভালোবাসা
রাখবো বেঁধে বুকের মাঝে হৃদয়বনের গহীনে।।-


রচনাকাল: ঢাকা, ০১ ফেব্রুয়ারি ২০১৮