করুণার চোখে আমার পানে তাকাও মা সরস্বতী
তোমার আলোতে আলোময় কর' মোরে হে মা প্রভাবতী।।-


তোমার চরণে দিয়েছি যে পুজা, করেছি তোমার ধ্যান
পেতে এতোটুকু এতোটুকু মাগো পেতে এতোটুকু জ্ঞান
তোমার অতুল ভান্ডার হতে দাও মোরে এক রতি।।-


সকলের মতো বেলপাতা দিয়ে করিনি তোমার পুজা
সকলের মতো ডাকিনি তোমায় মোর ডাক অতি সোজা
তাই বুঝি মোরে চিনিলে না মাগো, দানিলে না তব জ্যোতি।।-


হৃদয়ের ডাক বড়ো নাকি মাগো বড়ো যোগ-অর্চনা
বড়ো বীণাটির তারগুলি নাকি বড়ো সুর মূর্ছনা
সাড়া দাও সাড়া দাও মোর ডাকে মাতা বীণাপাণি সতী।।-


রচনাকাল: ২৯ ডিসেম্বর ১৯৭৪


( সনাতনী ধর্মাবলম্বী ভাইবোনদের সরস্বতী পুজা উপলক্ষ্যে লেখা হয়েছিলো।)