কল্যাণপুূরে থাকি আমি-শ্যামলীতে তোমার বাস
মাঝখানের ওই খালের ধারে ফুলের ঘ্রাণের সুবাতাস।।-
আজ সন্ধ্যায় আইসো তুমি সেই খালেরই ঘাটলাটায়
দেখবে সেথায় পানির মাঝে প্রেমের মরা উজান বায়-
জোড়ায় জোড়ায় নারী-পূরুষ বইসা থাকে বার মাস।।-
তোমার হাতে হাত রাখিবো- বসবো দুজন মুখোমুখি
ভালবাসা চান্দের মতোন মনের মাঝে দেবে উঁকি-
কতোদিন আর দূরে থেকে করবো শুধু হাহুতাশ।।-
রচনাকাল: ঢাকা, ২২ এপ্রিল ২০১৬