যদি মানতাম
জীবনের রূপকার হৃদয় নয়
নিয়তির ছকে বাঁধা সব সঞ্চয়
তাহলে এমন করে হয়তো কাঁদতে হতোনা।।-
যে গান আমি গাই
আবেশে ভরাতে চাই
যদি মানতাম
সে গানের সুরধ্বনি অনাবিল নয়
সবি তা বন্দী যে স্বরলিপিতে
তাহলে দুখে দুখে কন্ঠ সাধতে হতো না।।-
যে নদী বয়ে চলে
সাগরকে পাবে বলে
যদি মানতাম
সে নদীর উচ্ছাস সুনিবীড় নয়
পাহাড়ের ইচ্ছায় বাজে কলতানে
তাহলে বুকে বোবা কান্না বাঁধতে হতো না।।-