জাত নেই, পাত নেই, যুবক কি বুড়ো নই, নই অমানুষ
আমাকে ভাবতে পারো রঙিন চশমা চোখে স্বপ্নের ঘোর লাগা প্রেমিক পুরুষ।
নই অমানুষ।।-
সাগরের নীল জলে ঢেউয়ে ঢেউয়ে ভেসে চলা কোনো গাঙচিল
পাহাড়ের ঢাল বেয়ে বয়ে চলা ঝরনায় পেলেও পেতে পারো মিল
হতে পারি সেই আকাশকে ছুঁবে বলে দুরন্ত বেগে ছুটা রঙিন ফানুস।
নই অমানুষ।।-
কুমারীর এলোচুলে আনমনে খেলা করা দক্ষিণা বাতাস
বিরহীর যন্ত্রণা, বুকভরা কান্না, হতাশা, দীর্ঘশ্বাস
হিমালয় জয় করা মানুষের উল্লাস, নয়তোবা না পারার আফসোস।
নই অমানুষ।।-
রচনাকাল: ঢাকা, ০৩ আগস্ট ২০১০