জ্বালাবো না আর আমি, নিজেই শুধু জ্বলবো
নাহয় অন্ধকারে একা পথ চলবো।


আমার গান যদি নাই ভালো লাগে
আমার কবিতায় বিরক্তি জাগে
গান নাহয় নাই গাইবো, কবিতা নাহয় নাই লিখবো।
জ্বালাবো না আর আমি, নিজেই শুধু জ্বলবো।


খারাপ লাগে যদি আমি কথা বললে
তোমার চলার পথে আমি পথ চললে
কথা নাহয় নাই বলবো, সে পথে নাহয় নাই চলবো।
জ্বালাবো না আর আমি, নিজেই শুধু জ্বলবো।


তোমার পৃথিবীতে জায়গা না হলে
মুখ ফুটে একবার দাও শুধু বলে
তুমি ব্যথা পাও চাইনে আমি, নাহয় দূরেই সরে রইবো।
জ্বালাবো না আর আমি, নিজেই শুধু জ্বলবো।


রচনাকাল: ০৪ মার্চ ১৯৭৮