ঘুম ভাঙ্গতেই চেয়ে দেখি ভোরে একটা শালিক
খর্গ হাতে দাঁড়িয়ে আছে যেনো ক্ষ্যাপা কাপালিক।।-
স্বপ্নে তোমায় দেখেছিলাম রাতে
শিশিরভেজা লাল গোলাপ হাতে
চোখের তারায় অনেক কথা আর হাসির ঝিলিক।।-
ভেঙ্গে গেলো রাতের আবেশখানি
সারটা দিন খারাপ যাবে মানি
কাল সকালে দুটো শালিক এসে মন রাঙ্গিয়ে দিক।।-
রচনাকাল: কক্সবাজার, ২৩ জুলাই ১৯৯৩