গেরুয়া বসনে কার দরশনে বটগাছের নীচে বসে বাবরি দোলাও
পতঙ্গের মতোন ভাবের আগুনে ঝাঁপিয়ে পড়তে তুমি মনকে ভুলাও।।-
দেখ' না চাঁন্দের আলো তারার বাতি
দুই চোখ বুঁইজা কান্দ' সারা রাতি
কিসের আশায় বিষয়-আশয় ছাইড়া কান্ধে রঙ্গিন গামছা ঝুলাও।।-
মুখে বল' বাউলা মাওলা মাওলা
মনের ভিতর তোমার আউলাঝাউলা
মানব জনম নিয়া দুনিয়ায় ভাবের হাটবাজারে চক্ষু বুলাও।।-
রচনাকাল: ঢাকা, ০১ নভেম্বর ২০০৯