ফুল-পাখি ভালোবাসি, ভালোবাসি গান
ভালোবাসি তোমাকেই, তুমি দেহে প্রাণ।।-


নীল আকাশ ভালোবাসি, ভালোবাসি চাঁদ
তারার মেলায় যেতে মনে বড়ো সাধ
ভালোবাসি ঝরণার শত কলতান।।-


সমুদ্র ভালোবাসি, ও-পাহাড় ভালোবাসি
সবি লাগে মধুময় যদি থাকো পাশাপাশি
ভালোবাসি তব প্রেম, মান অভিমান।।-


রচনাকাল: ঢাকা, ৩১ আগস্ট ২০০৮