এতো অবহেলা কেনো যে দেখাও, এতে তুমি কি সুখ পাও
আমি তো মরেছি তোমারি প্রেমে, কেনো মিছে আমারে কাঁদাও।।-


জীবনতো একটাই, একবারই প্রেম আসে
একটাই চাঁদ উঠে তারা ভরা আকাশে
স্বপ্নের ফুলগুলো ফোটার আগে অকালে কেনো যে ঝরাও।।-


প্রতিদিন ভোর হবে পাখিদের কলতানে
পাহাড়ের ঝরনাতো ছুটবে নদীর টানে
সূর্যতো উঠবেই, নতুন আলোয় পথের সাথীরে ডেকে নাও।।-


রচনাকাল: ঢাকা, ০৭ আগস্ট ২০০৮