একজোড়া চোখ শুধু অশ্রুতে ছবি আঁকে
একটা হৃদয় ব্যথা-বেদনায় ভরে থাকে।।-
সুন্দর এ পৃথিবীতে যদি বেঁচে থাকবার
সাধ আছে, স্বপ্নও আছে নীড় বাঁধবার
তবু কেনো কেউ হাসে
কারো চোখ জলে ভাসে
কারো মন হতাশায় যন্ত্রণা ধরে রাখে।।-
মনে যার কবিতার মতো মধুছন্দা
সুরভীর মায়া ভরা রজনীগন্ধা
ঝরে যাবে কেনো সাঁঝে
সেজে পান্ডুর সাজে
অবেলার স্রোতে কেনো হারাবে পথের বাঁকে।।-
রচনাকাল: ১৭ মে ১৯৭৭