একি রাগ অনুরাগ নাকি অভিমান
একি কথা একি সুর প্রেমঝরা গান।।-
একি শুধু ভেবে চলা
মনে মনে কথা বলা
একি ছবি আঁকা চিঠি লিখা অফুরান।।-
একি হাসি-কান্না
নাকি হীরে-পান্না
একি সাগরের নীল নাকি আকাশের চাঁন।।-
একি স্মৃতির ডালা ভরা
রূপ-রস-মধু ক্ষরা
হৃদয়মাধুরী নাকি ভাবনার অবসান।।-
রচনাকাল: ১১ ডিসেম্বর ১৯৭৭