এই পৃথিবীতে চলে কতো অনাচার
একে কেড়ে নেয় অপরের অধিকার।।-


ছদ্মবেশী কতো বিপথগামী
যার দোষ নেই সেই হয় আসামী
সমাজের নিষ্ঠুর অবিচারে সত্যের হয় হার।।-


চোখে দেখে মুখ বুঝে নীরব যদি থাকো
অন্যায় সয়ে যদি শত্রুকে বুকে রাখো-


সমাজপতিকে দাও যদি ঘুষ
তবে তুমি ভালো মানুষ
তোমার জন্য খোলা সমাজের দ্বার।।-


রচনাকাল: ১১ মে ১৯৭৫