দুঃখ আমার জীবনের সাথী, সুখের নাগাল কোথা পাই
আনন্দ-হাসি দূর ধ্রুবতারা, বুক জুড়ে বেদনাই।।-
পূর্ণিমা চাঁদ সেতো সুদূরের মায়াবিনী
আলেয়ার আলো যেনো ক্ষণিকের কুহকিনী
চঞ্চলা হরিণীর মায়ার বাঁধনে মিছে নিজেরে জড়াই।।-
তোমার চোখের ভাষা যায় না কখনো বুঝা
তোমার মনের মাঝে বৃথা হলো প্রেম খোঁজা
স্বপ্নের প্রজাপতি তোমার আগুনে পুড়ে পুড়ে হলো ছাই।।-
রচনাকাল: ঢাকা, ০৮ আগস্ট ২০০৮