চল্ ঘাটে চল্ সখী চল্ ঘাটে চল্
বাঁশরী বাজে  ওই
          কেমনে ঘরে রই
                          বল্ সখী বল্।।-


ও বাঁশীর সুর শুনে এই মন ব্যাথা ভূলে
প্রেমের প্লাবন উঠে হৃদয়ের কূলে কূলে
আমার আঁখির তারা হয়ে উঠে চঞ্চল।।-


কি কথা যে বলে ফিরে ওই বাঁশের বাঁশী
কি মায়া বুলিয়ে চলে, কেন হই উদাসী
বুঝতিস্ যদি সখী রইতি না নিশ্চল।।-


দেরী হয়ে যায় সখী লগন বয়ে যায়
দূরে রয়ে হৃদয়েরে পারি না মানাতে হায়
করেছে মন চুরি
           কেন আর লুকোচুরি
                         মিছে কেন ছল।।-


রচনাকাল: ০১ ফেব্রুয়ারি ১৯৭৫