চোখ দুটো নিয়ে বড়ো মুস্কিল, জ্বালা আমার যতো।
যতোই বোবা হয়ে থাকতে বলি, বাচাল যে হয় ততো।।
কথা বলে চলে অবিরাম
আমি যতো বলি থাম্ থাম্
মাতাল নাকি বদ্ধ পাগল, পাগলামি যে কতো।।
সবাই বলে বয়সের দোষ
হবেই তো, তাও, ছেলেমানুষ
দুত্তুরি ছাই, বুঝি না তো, বুঝি না অতোশত।।
তালবেতালে চলার ফাঁকে
পড়বো কখন কোন্ বিপাকে
খুনের দায়ে কখন যে হায় হবো অভিযুক্ত।।
রচনাকাল: ২২ ডিসেম্বর ১৯৭৭।