চেয়েছি তোমায় ভুলে থাকতে
স্মৃতি কেনো মনে পড়ে।।-


প্রথম দেখার সেই রোদে ধোয়া বিকেল
আজ এ শীতের রাতে জমে উঠা হিমেল
হৃদয়ের দুই পাশে নীরবে ঝরে।
স্মৃতি কেনো মনে পড়ে।।-


তুমি এলে সাথে গড়ার সাধনা এলো
চলে গেলে আর সবই ভেঙ্গে গেলো
আগের সে মনটাও গেলো যে মরে।
স্মৃতি কেনো মনে পড়ে।।-


সেই তো ভালো ছিলো, ছিলে না যখন
পালিয়ে কাটাতো দিন পলাতক মন
রতো এ জীবন অগোচরে।
স্মৃতি কেনো মনে পড়ে।।-


রচনাকাল: ২৭ ডিসেম্বর ১৯৭৭