বুঝিতে পারি গো সবি যা তুমি কহিতে চাহ
নীরব ভাষায় চোখে যে গানটি নিতি গাহ।।-
বলি বলি করে যাহা তোমার হয়নি বলা
লজ্জায় মাঝপথে থেমে গেছে যার চলা
যে কথা কহিতে মোরে কেঁপেছে ওষ্ঠগাহ।।-
যে কথা কহিতে চাহে চন্দ্রিমা রাতে হেনা
না বুঝিলেও আর কেহ, চাঁদ কিগো বুঝিবে না
মেঘ তো বুঝিলো চাতকের কথা, বুঝিলো না আর কেহ।।-
আমারে পাইতে চাহ, এতো আমারও মনের আশা
আমার মনের কোনে, ওগো তুমি বাঁধিয়াছ বাসা
আমি যে তোমারি বঁধু, তুমি মোর পর নহ।।-
রচনাকাল: ২৭ ডিসেম্বর ১৯৭৪