বসন্তের কালে গো বন্ধু বসন্তের কোকিলা
কুহু কুহু ডেকে ডেকে প্রাণ কাড়িয়া নিলা রে বন্ধু
প্রাণ কাড়িয়া নিলা।।-
স্বপনের ঘোরে দেখি লাল গোলাপের বন
সেই বনেতে বসে আছি নিরলে দুজন
স্বপন ভাঙ্গিলে দেখি তুমি উড়াল দিলা রে বন্ধু
তুমি উড়াল দিলা।।-
তোমার লাগি সব ছাড়িলাম, ছাড়িলাম সংসার
তুমি ছাড়া এই জীবনে সবি অন্ধকার
ভালোবাসার কথা বলে কি করে ভুলিলা রে বন্ধু
কি করে ভুলিলা।।-
রচনাকাল: ঢাকা, ৩০ নভেম্বর ২০০৯