বৈশাখ মাসে 'ডাঙ্গা' যেমন বাতাসেতে নড়ে
তেমনই করিয়া কন্যা হেলিয়া দুলিয়া পড়ে রে।
মন যে আমার কেমন করে রে।।-
টোপা পানার 'বালা'র মতোন রে কালো মাথার লম্বা কেশ
বেস্ত থাইকা হুর আইসানি মাতাল করলো দেশ
কন্যা রে-
এইনা কন্যার লাইগা পরান রে শুধুই ভাইবা ভাইবা মরে রে।।-
কাঞ্চা হলদির রঙটি গায়ে রে, একখান সোন্দর মুখ
কলার থোরের মতোন দুইখান ডাগর ডাগর চোখ
কন্যা রে-
সেই মুখে, সেই চোখে রে, রূপ 'দেওয়া'র ধারায় ঝরে রে।।-
ও-ও-ও-রে কন্যা তুমি শোনো আমার কথা
কতোদিন আর বুকের ভিতর চাইপা রাখবো ব্যথা
কন্যা রে-
ঘোমটা দিয়া বউ সাইজা রে কবে আইবা আমার ঘরে রে।।-
রচনাকাল: ১৭ ফেব্রুয়ারি ১৯৭৮
ফুটনোট:
১। ডাঙ্গা- ডাঁটা; ২। বালা-কচুরি পানা'র শিকড়;
৩। দেওয়া - বৃষ্টি।