বেলাশেষে যায় বোঝা যায় কে যে আপন কে যে পর
পাশাপাশি থাকা শুধু, স্বপ্ন দেখা জীবনভর।।
মনের ঘরে যায় না ঢোকা, যায় না চোখে দেখা
অনুভবে যায় খোঁজা যায় রইলে দূরে একা
ভালোবেসে গেলেই শুধু পাবে তুমি সুখের ঘর।।
কতো দিলাম কী যে পেলাম হিসেব করো যদি
দুখের স্রোতে ভেসে যাবে ভালোবাসার নদী
প্রেমের প্রাসাদ হয়ে যাবে ধু ধু মরু-বালুর চর।।
রচনাকাল: ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০১৮।