বাঁশের বাঁশরী হাতে কৃষ্ণ বলে রাধা
তোমারি চরণে আমার জীবন-যৌবন সাধা।।-


গোকূলে বেড়েছি পেতে তোমার দরশন
গয়া যাবো, কাশী যাবো, যাবো বৃন্দাবন
তোমারি প্রেমেতে আমার একূল ওকূল বাঁধা।।-


লীলাবতী লীলাবতী লীলার কথা বল'
জলের ও' কলসী ফেলে আমার সাথে চল'


শিখাবো তোমারে আমি রসের পিরিতি
বাঁশরীর সুরে তুমি গাইবে প্রেমগীতি
মানবো না গো মিলনের পথে কোনো বাধা।।-


রচনাকাল: ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০০৮