আমি তোমারি প্রেমপিয়াসী, ঘুরে ঘুরে তাই কাছে আসি গো
ঘুরে ঘুরে তাই কাছে আসি।
যুগ যুগ ধরে, জনমে জনমে তোমারেই আমি ভালোবাসি গো
তোমারেই আমি ভালোবাসি।।-
আমি কৃষ্ণবেশে ঘুরি দেশে দেশে, কবে দেখা হবে রাধিকার সনে
আমি হয়ে চন্ডিদাস পথে কাটাই বার মাস, রজকিনীর দরশনে
আবার মজনু হয়ে লাইলীর লাগি' দুই নয়নের জলে ভাসি গো
দুই নয়নের জলে ভাসি।।-
তুমি হলে মমতাজ শাজাহান হবো আজ, বানাবো তাজমহল নতুন করে
সাধের এ দুনিয়ায় ইতিহাস গড়া যায়, লীলাবতী প্রেমের মালা পড়ে
তুমি আমি দুজনার না হলে বৃথা সংসার, বৃথা বৃন্দাবন গয়া কাশী গো
বৃথা বৃন্দাবন গয়া কাশী।।-
রচনাকাল: ঢাকা, ৩১ আগস্ট ২০০৮