আমি তোমার কে হইগো,
তুমি আমার পর?
না পারলে বাসতে ভালো,
না বান্ধিলাম ঘর।।-


আমি ছিলাম একা
পথে হলো দেখা
কাছাকাছি হইলাম দুজন,
কান্দিলো অন্তর।।-


জীবন গেলো চলে
শুধুই জ্বলে জ্বলে
নাও বেয়ে যাও ভরা গাঙ্গে,
আমার বালুর চর।।-


রচনাকাল: ঢাকা, ০৮ জানুয়ারি ২০১৯