আমার জলছবি মুছে ফেলেছো, চোখ থেকে মুছতে পেরেছো কি
আমার মণিহার খুলে ফেলেছো, মন থেকে খুলতে পেরেছো কি।
আমাকে ভুলতে পেরেছো কি।।-


চাঁদতো এখন দেয় না আলো
সুর্য-সকাল পেয়েছো ভালো
রাতের আবেশ কাটাতে চেয়েছো, জানলা খুলতে পেরেছো কি।
আমাকে ভুলতে পেরেছো কি।।-


আজো দেখি ওই চোখ কেঁদে মরে
রঙে রঙে রঙধনু হার গড়ে
আমার স্মৃতি পুড়াতে চেয়েছো, আগুন জ্বালতে পেরেছো কি।
আমাকে ভুলতে পেরেছো কি।।-