আমার এই মন ভেঙ্গে দিও না, ভেঙ্গে যাবে মমতার তাজমহল
আমার স্বপ্ন ভেঙ্গে দিও না, অশ্রুতে ভেসে যাবে চোখের কাজল।।-


কেউ তো পায়না ছুঁতে দূর আকাশের চাঁদ
রাতজাগা চোখে তবু জোছনায় মিশে যেতে সাধ
সোনালী সকাল কেড়ে নিও না, থেমে যাবে পাখীদের কোলাহল।।-


পাহাড়ের ঝরনা সাগরকে পাবে বলে নদীতে মেশে
তুমি আছো, আমি আছি পৃথিবীতে পাশাপাশি ভালোবেসে
ফাগুনের আভাটুকু নিও না, বুক জুড়ে জ্বলবে যে দুখেরই অনল।।-


রচনাকাল: ঢাকা, ১৮ আগস্ট ২০০৮