আমাদের সেই সোনালী অতীত, বলো কী করে মুছে ফেলি
ফুটে আছে আজও আগেরই মতো, বাগানে জুঁই-চামেলী।।-


লালপদ্ম, নীলপদ্ম ভেসে আছে তালপুকুরে
আলতায় রাঙা পায়ে রূমঝুম তাল তোল নুপূরে
লাজে ভরা মুখখানি এ বুকে এখনো আধোফোটা গোলাপ-বেলী।।-


শিউলি ফুলের মালা গেঁথেছিলে নীরবে সকালবেলা
চুপিচুপি দিয়ে আমারই  হাতে বলেছিলে, নহে খেলা
আজো পূর্ণিমা রাতে স্মৃতির আকাশে একাকী পাখনা মেলি।।-


রচনাকাল: ঢাকা, ০৬ মে ২০০৮