আকাশে মেঘ জমেছে
এখন বৃষ্টি হবে
দৃষ্টি পথ হারাবে
মন তোমাকে খুঁজে পাবে তো।।-


চাঁদ হলো হাসিহারা
জ্বলবে না কোনো  তারা
ছায়াপথ রবে কি আগেরই মতো।।-


আলেয়ার আলো নিভেছে
জোনাকী হারিয়ে গেছে
রজনীগন্ধা তবু ফুটবে তো।।-


রচনাকাল: ৩০ সেপ্টেম্বর ১৯৭৯