আকাশ রবে, বাতাস রবে, রবে সূর্যতারা
নদী রবে, সাগর রবে, রবে ঝর্নাধারা।।-
পাহাড় রবে, সবুজ ঘাসে রইবে ছেয়ে বন
ফুলে ফুলে উঠবে ভরা তোমারই অঙ্গন
ডানা মেলে মনের সুখে উড়বে বলাকারা।।-
দূর আকাশে রইবে জেগে পুর্নিমারই চাঁদ
আমার বুকে রইবে শুধু তোমায় পাওয়ার সাধ
স্বপ্ন রবে দুচোখ জুড়ে, হবো আত্মহারা।।-
রচনাকাল: ঢাকা, ০৯ আগস্ট ২০০৮