আজ বন্ধুর জন্মদিন
আমি ক্ষুদ্র দীন, হীন
কী দিবো বন্ধুকে উপহার।।-


বন্ধু আমার অনেক গুণী
তার সুনামের গল্প শুনি
জগতজুড়া সুখ্যাতি তার।
কী দেবো বন্ধুকে উপহার।।-


বন্ধু চোখের কাজলরেখা
কবে পাবো চোখের দেখা
দেখা হলে দিতাম ফুলহার।
কী দেবো বন্ধুকে উপহার।।-


বন্ধু তুমি হয়ো সুখী
দোয়া করি জনমদুখী
দীর্ঘ জীবন হয় যেনো তোমার।
কী দেবো বন্ধুকে উপহার।।-


রচনাকাল: ঢাকা, ২২ জানুয়ারি ২০১৫