চোখের দরজা খুলে তোকে দেখি যতোবার
তোরই সাথে হয়রে কতো গোপন অভিসার,
আসবি বলে বুকের খাঁচার খোলা রাখি দ্বার
দিলি নারে তোকে ছোঁয়ার কোনো অধিকার।।


সামিয়া, সামিয়া, সামিয়া, সামিয়া
এই জীবনে চাওয়া পাওয়া তুই শুধু আমার
তোকে ছাড়া ভাবতে কিছু পারি না যে আর।।


তুই কোনোদিন বুঝলি নারে মনটারে আমার
প্রেমের খেলায় কেমনে আমি মেনে নেবো হার?
তোরই দেয়া ব্যাথার ঢেউয়ে ভাঙ্গছে মনের পার  
সইতে নিঠুর অবহেলা পারছি নাতো আর।।


সামিয়া ... পারি না যে আর।।


বুকের ভিতর কষ্ট জমে হইছেরে পাহাড়
চাইলি নারে জানতে কভু আমার সমাচার,
বুঝলি নারে মনের কথা কাড়লি অধিকার
প্রেমাগুনে মনটা পুইড়া হইতেছে ছারখার।।


সামিয়া ... পারি না যে আর।।