কোন সে তরী বাইগো আমি  
পাইলাম না তার কোনো কূল  


কিছুই তো নাই আমার হাতে  
হাহাকারে বুক ভাসে
ও আমি চাইয়া দেখি দূর আসমানে
নাই ভরসা, হই ব্যাকুল!  


ও সে কোন সে তরী বাইগো আমি  
পাইনা যে তার কোনো কূল


কত জনম কাইটা গেলো  
এই মোহের খেলা
ও সে কোন সে তরী পাড়ি দিমু
মিলবে কি সে বেলা


ও আমি দূরের মাঝি
ছেঁড়া পালের তরীর মাঝে
রাইখাছি ভাঙ্গা দাড়
এই জীবনের পাইলাম না আর
কূলের সন্ধান।
এই জীবনে পাইলাম না আমি
কূলের সন্ধান!


আমি ভাঙ্গা তরীর মাঝি
যাই ভাসিয়া ঢেউয়ের তালে
এ কী জীবন পাইলাম আমি
জড়াইয়া দুখের জালে


কোন সে তরী বাইগো আমি  
পাইলাম না তার কোনো কূল


আন্দাইর রাইতের ভরা জলে
ভাসাইয়া তরী করলাম ভুল,
কোন সে তরী বাইগো আমি  
পাইনা যে তার কোনো কূল!
কোনো কূল...


কোন সে তরী বাইগো আমি
পাইনা যে তার কোনো কুল।


ছোট্টো জীবনের তরী  
কূলের আশায় রাইখাছি ভরী  
শেষে পাইলাম না তো সোনার কূল


কোন সে তরী বাইগো আমি
পাইনা যে তার কোনো কূল।