ঐ দূরে চেনা সুরে
কে যেন ডাকে বারে বারে
সে কি তুই খোঁজও মোরে
এসো, এসো, এসো ।।
অন্তর দাহো অন্তবিহীন
আর যেন কাটে না গো এ দিন
স্বপনেরো যাচনা যা ছিলো রঙিন
আজ তার কোনো রেশ আসে না ফিরে ।।
কিন্তুর দ্বন্দ্বে নেই প্রয়োজন
ছন্দের মন্ত্রের আজ আয়োজন
যুগ যুগ ধরে আমাদের নিয়োজন
কি করে ভুলে তা গেছো ফিরে ।।