যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে ক'বো
নীরবে চাহিয়া রবো
না বলা কথা বুঝিয়া নাও ।।


ঐ আকাশ নত যুগে যুগে সংযত
নীরবতা অবিরত
কথা বলে গেছে কতো ।
তেমনই আমার বাণী
সৌরভে কানাকানি,
হয় যদি ভ্রমরা গো
সে ব্যথা বুঝিয়া নাও ।।


অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে
বোবা এ প্রাণের ব্যাথা
বোঝানো যেতো গো তারে ।
কবির কবিতা সবই
তুলি দিয়ে আঁকা ছবি,
কিছু নয় তার কাছে
এটুকু বুঝিয়া নাও ।।