সলিল চৌধুরী

সলিল চৌধুরী
জন্ম ১৯ নভেম্বর ১৯২৩
জন্মস্থান দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত
মৃত্যু ৬ সেপ্টেম্বর ১৯৯৫

Lyrics RSS

এখানে সলিল চৌধুরী-এর ২২টি গানের কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে
আমি ঝড়ের কাছে রেখে গেলাম
আয় বৃষ্টি ঝেঁপে ধান দিব মেপে
আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
ঐ পথ দূরে দূরে স্বপ্ন মাঝারি নেশা
ও বাঁশী কেন গায় আমারে কাঁদায়
ও মোর ময়না গো
ওগো আর কিছু তো নয়
কেনো কিছু কথা বলো না
কোন এক গাঁয়ের বধুর কথা
চৈতালি দিনে বৈশাখী দিনে
দূরে-প্রান্তরে কে গান ধরে
ধিন তাক কুড় ধিন তাক
না যেও না রজনী এখনো বাকি
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি
বিচারপতি তোমার বিচার করবে যারা
বুলবুল পাখি ময়না টিয়ে
যদি কিছু আমারে শুধাও
যদি জানতে গো তুমি জানতে
যাক যা গেছে তা যাক
যারে উড়ে যারে পাখি
সাত ভাই চম্পা জাগরে জাগরে