মনের মানুষ মনেই রইল,
রঙের চোখ দেখলো না!
খুজে খুজে হয়রান হইল,
অন্তরপানে চাইল না!


অান্ধার রাইতে সূর্য খোজে
কেন এই ভ্রমে ভ্রমন,
দিনের ঘুমে চাইয়া দেখে
চান্দে লাগছে গ্রহণ!
ভ্রমে, ভ্রমে জীবন সারা-
আসল পথ চিনল না।।


মরুর দেশে জল খোজে
বৃথা ঘোরে মন পবন,
সাগর কুলে খেজুর তলে
ছায়া করে অন্বেষণ!
এমন করে জনম গেলো-
সাধের চাওয়া মিটল না।।


( বাংলাদেশ বেতারে জমা দেয়া আছে )