প্রেরক... ঠিকানা বিহীন,
প্রাপকে লেখা বালিকা নাম,
পিয়ন ভাবে মনে মনে-
সেবায়েত খোঁজে হৃদয়াশ্রম ।
ডাকে দেবীকে পুন:পুন-
বরাবর বালিকা প্রণাম ।।
অনুমানে সবই বোঝে বালিকা,
মনও চায় তার হতে রাধিকা,
ঠিকানা বিহীন কৃষ্ণের ইশারায়-
প্রাণ বুঝি তার উড়ে যায় যায় ।
তবু লোক লজ্জা ভয় পিছে-
হয় যদি বদনাম ।।
সাড়া দেয় না তবু প্রণয় ডাকে,
চিঠি আসে সময়ের বাঁকে বাঁকে,
পিয়ন বলে আর পারি না-
তুমি কৃষ্ণ নিজে ধরো না ।
মিলনের গানে শেষ হোক তব-
ভালোবাসার হলুদ খাম ।।