ভাবোরে মন ভাবো নিরালে
বসে এই জগৎ সংসারে,
ডানের পাল্লা - বামের পাল্লা
নিক্তি নাঁচে কোন ভারে ।।


ডানের পাল্লা হলে ভারী
চির সুখী শেষ বিচারে,
আনন্দে কাটবে পরজনম
সফল বলি তোমারে ।।


বামের পাল্লা হলে ভারী
জীবন দু:খে ভরারে,
ব্যর্থ তোমার মানব জনম
বিফল জগতে আসারে ।।


সময় থাকতে ওরে মানব
সঠিক পথে তোরে নামারে,
কর্মগুণে এই জীবনের মানে
বাকী সব হবে ঝুটারে  ।।