নাও ছেড়ে দিয়েছি!
জোয়ার-ভাটায় যেদিক টানে টানুক- ভয় নেই,
বৈঠা শক্ত ধরেছি ।
সব জীবনই একলা একলা গো !
তুমি আমার বেদনাময়ী গো !


চলে যাও, মেনে নিয়েছি!
বিরহের ঢেউ বোঝেনা কেউ - বোঝে সেই,
যেজন প্রেমে ডুবেছি ।
সব জীবনই একলা একলা গো !
তুমি আমার বেদনাময়ী গো !


একলা মাঝি হয়েছি,
সঙ্গী ছিলো আমার নায়ে- স্মৃতিও নেই,
সবটুকুই ভুলে গিয়েছি !
সব জীবনই একলা একলা গো !
তুমি আমার বেদনাময়ী গো !