তোমার মনের ভিতর
বাঁধবো আমি ঘর
একটু জায়গা হবে ।।


এসো সেই ঘরেতে
তব বসত করে
দুজনে ভালোবাসা হবে ।।


সে ঘরের মাঝে
নিয়ত নতুন সাঁজে
দুজনে দেখা হবে ।।


সেথায় হৃদয় রেখে
নতুন স্বপ্ন দেখে
প্রেমের মিলন হবে ।।


( বাংলাদেশ বেতারে জমা দেয়া আছে )