শ্রাবণের জলধারা ঝরে চোখের পাতায়,
হারানো সে দিন মন ফিরে পেতে চায় ।
ফিরে পেতে চায় মন তোমার ছোয়ায়,
হৃদয় উজার করা সেই ভালোবাসায় ।।
যেদিন তুমি-আমি ছিলাম যুগল আপন,
ভালোবাসায় মেতেছিলো দুজনেরই মন ।
আকাশে মেঘ ছিলো, ভয় ছিলো না,
বৃষ্টি এলে ছিলো- ভেজার বাহানা ।
কী দারুন সুখ ছিলো- সে শ্রাবণ বেলায়,
হারিয়ে গেছে সে শ্রাবণ- কোন অজানায় ।।
এখনো শ্রাবণ দিনে- ঐ বৃষ্টি এলে,
ভালোবেসে দাও কি তুমি- ডানা মেলে ?
ভেজা দেহে খালি পায়ে - ঐ নুপুর ধ্বনি,
কে শোনে বসে ঘাসে, কার চোখের মণি ?
জানিনা এসব আমি - রয়েছো কোথায়,
এমন শ্রাবণ কেন এলো আমার আঙিনায় ।।