আহা, রাত্রির মাঝামাঝি,
মেঘ ভেঙেছে মান।
এসো সুন্দরীতমা এসো,
গাও বৃষ্টিভেজার গান!


পাতার আড়ালে কেটে যাক
আজ কদম ফুলের লাজ,
কবিকুঞ্জে তবলার তালে তালে
চলুক নিশীথের কারুকাজ!
মিশে থাক পরানে পরানে-
পরাগের প্রিয় ঘ্রাণ।
এসো সুন্দরীতমা এসো,
গাও বৃষ্টিভেজার গান।।


তারপর, জামদানির আঁচলে-
রাত্রির শেষভাগ, তোমার ভেজা চুল
উষ্ণ চায়ের কাপ, কবিতার বই
হৃদয়ের কথায় ব্যাকুল।
তোমার জন্যে সম্প্রদান কারকে
তখন আমায় করি দান!
এসো সুন্দরীতমা এসো,
গাও বৃষ্টিভেজার গান।।