তোর আছে মনের আকাশ নীল,
আমার আছে ইচ্ছেঘুড়ি মিল,
আয় না করি ওড়াউড়ি-
হয়ে যুগল শঙ্খচিল ।।
আকশ জুড়ে উড়বো আমি -
মুক্তমনে তা ধিনধিন,
ভালোবেসে রাখবো তোরে -
অন্তর কোণে চিরদিন ।
আয় না কাছে ভালোবেসে -
হোক স্বপ্নের অন্ত্যমিল ।।
দ্বিধার কাখের কলস ফেলে –
দে ভেঙে দে ঝিনঝিন,
দিয়েছি আমি ডানা মেলে -
ভালোবাসা হোক সীমাহীন ।
আয় না পাখি দেখি লাজুক আখি-
খুলে মনের খিল ।।