প্রেমের নাও আপনা চলে
মাঝিমাল্লা লাগে নারে ।।


আত্মার সাথে থাকলে পরে
পরমাত্মার টান
আপন সুরে বাজেরে মন
ভালোবাসার গানে
তখনরে মন সংসার ভোলে ।।


‍প্রেমের নাও আপনা চলে
মাঝিমাল্লা লাগে নারে ।।


‍প্রেমের সুরা পান করে রে মন
নিরঞ্জনেরে পাবার সাধন
কররে বসে সারা জিবন
পাবি পাপী একদিন তারে
পাপ যাবে তোর যেদিন জলে ।।


‍‍প্রেমের নাও আপনা চলে
মাঝিমাল্লা লাগে নারে ।।


( বাংলাদেশ বেতারে জমা দেয়া আছে )