তুমি আমার নীল গগনে
প্রেমের প্রথম সূর্যোদয়,
তোমার পরশে অরুণ আভায়
হলো জীবন সুখময় ।।
অপার ধ্যানে ছিলাম নিশিভর
কখন আসবে সুসময়,
তোমার আগমনে নিশি অবসানে
হলো বাঁধন মধুময় ।।
তুমি আমার নীল গগনে
প্রেমের প্রথম সূর্যোদয়,
তোমার পরশে অরুণ আভায়
হলো জীবন সুখময় ।।
হৃদয় কোণে বিরহ ব্যাথা
কেটে গেল দু:সময়,
অনুরাগে তুমি রেখো ধরে
আবেগ ভরে মনোময় ।।
তুমি আমার নীল গগনে
প্রেমের প্রথম সূর্যোদয়,
তোমার পরশে অরুণ আভায়
হলো জীবন সুখময় ।।
কথা দিলাম হৃদয় জুড়ে
শুধু তোমারই নিলয়,
তুমি আমায় এতটুকুই বলো-
প্রথম প্রেমেরই জয় ।।
তুমি আমার নীল গগনে
প্রেমের প্রথম সূর্যোদয়,
তোমার পরশে অরুণ আভায়
হলো জীবন সুখময় ।।
( বাংলাদেশ বেতারে জমা দেয়া আছে )