জনমেরও তরে
আগুন জ্বলে মনে
হৃদয় যায় পুড়িয়া
আমার প্রেমেরও কোকিলা
গেলো গো উড়িয়া
ফিরিয়া আইলো না
ও সে ফিরিয়া আইলো না ।।
তাহারও বিহনে
চোখেরও জলেতে
নদী যায় বহিয়া
আমার প্রেমেরও কোকিলা
গেলো গো উড়িয়া
ফিরিয়া আইলো না
ও সে ফিরিয়া আইলো না ।।
কিসেরও লোভেতে
ছাড়িলো সে আমারে
পারি না উঠিতে বুঝিয়া
আমার প্রেমেরও কোকিলা
গেলো গো উড়িয়া
ফিরিয়া আইলো না
ও সে ফিরিয়া আইলো না ।।
মনে বন্ধু রাখিও
ভালো আজও বাসিগো
যতদিন দেহ রইবে বাঁচিয়া
আমার প্রেমেরও কোকিলা
গেলো গো উড়িয়া
ফিরিয়া আইলো না
ও সে ফিরিয়া আইলো না ।।